English
রবিবার ২৮ এপ্রিল ২০২৪
...

করোনায় মৃত্যু: বিশ্বব্যাপী ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

করোনা ভাইরাস

ঢাকা, ০১ মে ২০২০, শুক্রবারঃ চীনে প্রথম করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২ লাখ ৩০ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এএফপি বিশ্বের বিভিন্ন দেশের সররকারি সূত্রে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১৮ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৩০৯ জন।

বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় ১... লাখ ৩৭ হাজার ৭১৪ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে কোভিড-১৯ ভাইরাসে একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ৬১ হাজার ৭১৭ জনের মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে চীনে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়া এ বৈশ্বিক ভাইরাসে প্রাণ হারানো প্রায় ৯০ শতাংশ মানুষই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিক।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।




মন্তব্য

মন্তব্য করুন